করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার
- আপডেট সময় : ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার। সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকার প্রধান বলেন, যোগাযোগ উন্নত হলে আর্থ-সামাজিক ব্যবস্থা উন্নত হবে। তাই দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
আর্থ সামাজিক উন্নয়নের পূর্বশর্ত, উন্নত যোগাযোগ। আর তাই দেশের কেন্দ্র থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, সরকার।
তারই ধারাবাহিকতায় মাগুরায় মধুমতি নদী, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী আর যশোরের ভৈরব নদীর উপর নির্মিত হলো, তিনটি নতুন সেতু। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এগুলোর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী। সেই সাথে উদ্বোধন করেন, পাবনায় স্থাপিত স্বাধীনতা চত্বরের।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরেন যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে তার সরকারের পরিকল্পনা। অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত যোগাযোগ ব্যবস্থার ভুমিকা আছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে উল্লেখ করে ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিতে আগাম পদক্ষেপের কথাও জানান সরকার প্রধান। বাড়তি সতর্কতার পাশাপাশি করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।