করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০১:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মডার্নার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। আগামী সপ্তাহের শুরুতেই মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে দেশটিতে।
এর একদিন আগেই ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের সুপারিশ করে এফডিএ। মডার্নার ২০ কোটি ডোজ কিনবে যুক্তরাষ্ট। আর এখন ৬০ লাখ ভ্যাকসিন সরবরাহের জন্য প্রস্তুত মডার্না। গত মঙ্গলবার ভ্যাকসিনটি অনুমোদনের পর এফডিএ’র ৫৪ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, এর ব্যবহারে ‘কোনো নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি’ এবং মারাত্মক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনের চালান শুরু করা যাবে। নথিতে উল্লেখ আছে, ৩০ হাজার ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে মডার্নার ভ্যাকসিনের ৯৪.১ শতাংশ কার্যকারিতা পাওয়া গিয়েছে। ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও দুইবার নেয়া লাগবে। প্রথমবার নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ‘বুস্টার শট’ নিতে হবে। আগামী সপ্তাহের শুরুতেই মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে দেশটিতে। গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয় এফডিএ।