করোনার প্রকোপ ঠেকাতে মিরপুরের টোলারবাগ হতে পারে দেশের জন্য দৃষ্টান্ত
- আপডেট সময় : ০৮:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনার প্রকোপ ঠেকাতে মিরপুরের টোলারবাগ হতে পারে দেশের জন্য দৃষ্টান্ত— এমনটাই মনে করেন স্থানীয়রা । স্বাস্থ্যবিধি ও আত্মসুরক্ষায় সংক্রমণ রোধ করা সম্ভব বলেও জানান তারা । মানুষের বেপরোয়া চলাচলে ঝুঁকি পড়ছে স্বাস্থ্য সুরক্ষা।তবে, একমাত্র সচেতনতাই করোনা থেকে সবাইকে বাঁচাতে পারে মনে করেন নগরবাসী।
৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর ২১ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টোলারবাগের এক বাসিন্দা। নমুনা পরীক্ষার পর তার শরীরে পাওয়া যায় করোনার উপস্থিতি।তারপর থেকে এলাকায় নেমে আসে আতঙ্ক।
আইইডিসিআর এই এলাকাকে করোনা সংক্রমণ ঝুকি চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে। আর ব্যাপক পরিসরে ছড়ানোর আগে টোলারবাগ সমাজ কল্যাণ সমিতি স্থানীয়দের সহযোগিতায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে বাসিন্দাদের উদ্বুদ্ধ করে । যার ফলে করোনা সংক্রমণ থেকে অনেকটা নিরাপদ এলাকাটি।
দেশে করোনার বিস্তার বাড়লেও শঙ্কা কাটিয়ে অনেকটা স্বস্তিতে রয়েছে টোলারবাগ।
তবে আনসার ক্যাম্প, বিশিল, আহমেদনগর ও ল্যাবরেটরি এলাকায় করোনা সংক্রমন ছড়িয়ে পড়ায় শঙ্কায় স্থানীয়রা।
টোলারবাগবাসির মতো লকডাউন মানলে করোনার প্রকোপ ঠেকানো সম্ভব বলেও জানান তারা।
সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে করোনা প্রতিরোধ সম্ভব বলেও জানান সোসাইটির সদস্যরা।