করোনার বছরে বাংলাদেশের প্রতিটা সূচক ভালো অবস্থানে আছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনার বছরে বাংলাদেশের প্রতিটা সূচক ভালো অবস্থানে আছে, বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি আরো ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
২০২০ সালের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ বলছে, সারা বিশ্বের গতবছরের তুলনায় এবছর প্রবৃদ্ধি চার শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোতে এই হার ১ দশমিক ৭ শতাংশ কম।