করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান কাদেরের
- আপডেট সময় : ০৮:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবন থেকে ব্রিফিংকালে এ আহবান জানান তিনি। প্রাণঘাতী করোনাকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে, হেফাজতে ইসলামের সাবেক আমীর প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে হত্যা অভিহিত করে এর যথাযথ বিচার দাবী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, চিরচেনা পহেলা বৈশাখকে আজ চেনাই যায় না।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, সময়ের সাহসী কান্ডারী শেখ হাসিনার নেতৃত্বে করোনাসহ সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও বিজয়ী হবে বাঙালি জাতি।
এদিকে, দুপুরে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লামা আহমদ শফীকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে তা এখন স্পষ্ট।
এ সময় করোনা ও লকডাউন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।