করোনার বুলেটিন বন্ধ হলে গুজব বিস্তারের আশঙ্কা কাদেরের

- আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
গুজব বন্ধ এবং সরকারি নির্দেশ মানতে স্বাস্থ্যবিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুইদিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন,অচিরেই সংসদে গণমাধ্যমকর্মী আইন পাস হলে সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ।
বুধবার সকালে সিলেট জোন,বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনা সংক্রমণ, মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্যবিভাগের আপডেট বন্ধ হলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের শৈথিল্য দেখা দিতে পারে। পাশাপাশি গুজব ছড়ানোর আশংকা রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কোন ধরনের অনিয়ম কিংবা হত্যাকান্ডের বিষয়ে সরকার দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহন করেছে। তাই এ নিয়ে মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচি দেয়ার কোন যৌক্তিকতা নেই।
এদিকে রাজধানীতে পিআইবি মিলনায়তনে শোক দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সাংবাদিকদের অধিকার হরণ করলেও বর্তমান সরকার নতুন আইনের মাধ্যমে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে।
পি আইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ দাবি করেন, যে সব গণমাধ্যমকর্মী সরকারের সমালোচনা করেন, তাদেরকেও আর্থিক অনুদানের আওতায় নিয়ে এসে সহযোগিতা করা হচ্ছে।