করোনার ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশের জন্যও বিপজ্জনক বার্তা বহন করছেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
ভারতের নতুন ধরনের করোনা ভাইরাস এখন বাংলাদেশের জন্যও বিপজ্জনক বার্তা বহন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার পরেও খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন বিএনপির রাজনৈতিক দুরভিসন্ধি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকার আইডিইবি ভবনে রোববার বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।করোনা ভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশেও শনাক্ত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে সামান্যতম উদাসীনতা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
করোনা মহামারির নতুন নতুন ধরন থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার পাশাপাশি সকলকে ধৈর্য্য ধরারও আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।এদিকে, ঢাকার সায়েদাবাদে আর কে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।
এসময় খালেদা জিয়া দেশে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছেন এবং সরকার তা নিশ্চিত করেছে বলেও দাবি করেন ড. হাছান মাহমুদ