করোনার ভ্যাকসিনকে প্রতারণা উল্লেখ করে জার্মানীসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভ্যাকসিনকে প্রতারণা উল্লেখ করে জার্মানীসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। ‘অ্যান্টি-করোনা’ প্রতিবাদ সভা থেকে ৩শ’ জার্মান বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।
বার্লিন পুলিশ জার্মানীর করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে তাদের গ্রেপ্তার করে। পাথর ও বোতল ছুঁড়ে মারার দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে, শান্তিপূর্ণ বিক্ষোভের জন্যই রাস্তায় নেমেছিল প্রায় ৩৮ হাজার মানুষ। ইউরোপের অন্যান্য শহরগুলিতেও বিক্ষোভকারীরা করোনা ভাইরাসের টিকাকে একটি প্রতারণা ও বিরাট ব্যবসা বলে অভিযোগ করে একই ধরনের প্রতিবাদ সমাবেশ করে। করোনা ভাইরাস বিধিনিষেধ এবং ফাইভ-‘জি’সহ ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে জড়ো হয় হাজার হাজার মানুষ। প্যারিস, ভিয়েনা এবং জুরিখেও একই রকম প্রতিবাদ ও বিক্ষোভ হয়।