করোনার ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রাধিকার পায় সেজন্য আলোচনা চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রাধিকার পায় সেজন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, ভ্যাকসিন আমদানীর বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।