করোনার ভ্যাকসিন ভেজালমুক্ত থাকবে কিনা সংশয় জিএম কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনার ভ্যাকসিন ভেজালমুক্ত থাকবে কিনা সে বিষয় সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এসময় তিনি আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়ে সুম্পষ্ট ধারণা দেয়া দরকার।
দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও স্পষ্ট করা উচিত। তিনি আরো বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে বিতর্কিত করতে একটি গোষ্ঠী গোয়েবলসের তত্ব অনুয়ায়ী মিথ্যা প্রচারণা চালাচ্ছে। জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিনই বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।