করোনার ভয়াল থাবায় খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার ভয়াল থাবায় খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সাপোর্ট না পেয়ে ৭ রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একই পরিস্থিতি হয়েছে সাতক্ষীরাতেও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বোচ্চ ১৭ ও ময়মনসিংহে ১৪ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় করোনায় বগুড়ায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। বগুড়ার দুটি হাসপাতালে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সাপোর্ট না থাকায় ১৩ ঘন্টায় ৭ জন মারা গেছেন। আরো ১০ জনের অবস্থা সংকটাপন্ন।
এদিকে, খুলনা বিভাগে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের।
গেলো ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ১৪ জনের মধ্যে ৭ জন করোনায় এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।