করোনার সংকটেও সহিংসতার উসকানি দিচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনার এই সংকটের সময়ও বিএনপি সহিংসতার উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দেশবিরোধী সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বুধবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দুর্যোগে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, করোনার এই সংকটে মানুষের পাশে না দাড়িয়ে, ষড়যন্ত্র করছে বিএনপি।
দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
করোনা মহামারির মধ্যেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, হেফাজতসহ যে কোন দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
পরে প্রায় পাঁচশত পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা।