করোনার সংক্রমণ বাড়তে থাকায় রাজ্যভিত্তিক লকডাউনে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও রাজ্যভিত্তিক লকডাউনে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট এই তিনটি রাজ্যে নতুন কোয়ারেন্টিন চালু করা হয়েছে।
বিবিসি জানায়, যে সব রাজ্যে সংক্রমণ বাড়ছে, সেখান থেকে এই তিনটি রাজ্যে ঢোকার পর ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে । আক্রান্তের সংখ্যা বেশি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। অবস্থা উদ্বেগজনক হওয়ায় আবারও কোয়ারেন্টিন ও ঘরে থাকার নির্দেশনাসহ ফের কঠিন সব পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই মাঝে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের বলছে অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার লোক মারা যেতে পারে। এতে বলা হয়, আমেরিকানরা যদি ৯৫ শতাংশ মাস্ক পরে তবে মৃতের সংখ্যা হতে পারে ১ লাখ ৪৬ হাজার। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩ লাখের মতো রোগী পাওয়া গেছে এবং ১ লাখ ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।