করোনার সম্মুখ যোদ্ধাদের মাঝে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ করোনার সম্মুখ যোদ্ধাদের মাঝে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন প্রদান করা হবে। দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। এসময় মন্ত্রী জানান, ভারত সরকারের কাছ থেকে ইতিমধ্যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার এসেছে। এর পাশাপাশি ভারত থেকে কেনা ৩ কোটি ভ্যাকসিনের মধ্যে আরো ৫০ লাখ ডোজ এসেছে। বর্তমানে ৭০ লাখ ভ্যাকসিন মজুদ রয়েছে।