করোনার সময়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে গেছে ৫ ভাগ : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সময়ে বাংলাদেশের অর্থনীতির এগিয়ে গেছে ৫ ভাগ। বিশ্ববাসী করোনকালীন সময়ের কাজের প্রশংসা করছেন।
দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। করোনা প্রতিরোধে সবাইকে সব সময় মাস্ক পড়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে নতুন ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার। দেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছে সরকার।