করোনার সাথে ডেঙ্গু নিয়েও উভয় সংকটে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঘরে ডেঙ্গু, বাইরে করোনা। এমন উভয় সংকটে সংকটাপন্ন দেশের সাধারণ মানুষ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কিছুদিন ধরে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করলেও প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এই আক্রান্তের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি বলে জানান চিকিৎসকরা।
ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। চারদিকে শুধু প্রিয়জন হারানোর শোক। ঠিক সেই সময়ই নতুন করে হানা দিচ্ছে ডেঙ্গু। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।
সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। এর মধ্যে গত মাসে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২৮৬ জন। চলতি মাসের প্রথম ৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৪৩ জন।
২০২০ সালের জুন ও জুলাই মাসের তুলনায় চলতি বছরের গত দুই মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় ৬০ গুণ। আছে মৃত্যুর খবরও।
এদিকে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি সবচেয়ে বেশি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন শিশুরা।
রোগীর স্বজনরা বলছেন, দুই মহামারি যাঁতাকলে জীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এইদিকে, রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা আগের চেয়ে আশংকা হারে বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তাই শিশুদের প্রতি অভিভাবকদের আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।