করোনার সামাজিক সংক্রমণ দেখা দিলে নিয়ন্ত্রণ কঠিন হবে : আশংকা বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার সামাজিক সংক্রমণ দেখা দিলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে শনাক্ত ও মৃত্যুর হার বাড়লেও, একে তৃতীয় ঢেউয়ের পূর্ভাবাস হিসেবেই দেখছেন তারা। বলছেন, গত দুই’বছরের মতো করোনা নিয়ন্ত্রণে সফলতা পেতে স্বাস্থ্যবিধি পালনে সরকারকে আরও কঠোর হতে হবে।
বেশ কয়েকমাস করোনা সংক্রমনের হার ১ শতাংশের কম ছিল। গত কয়েকদিন থেকে আবারও বাড়তে শুরু করেছে শনাক্ত ও মৃত্যুর হার। শুধু বাংলাদেশ নয়, চীন এবং ইউরোপের দেশগুলোতেও বাড়ছে সংক্রমন।
সরকারের তথ্যমতে, এ মুহূর্তে দেশের ৪০টির বেশি জেলায় সংক্রমন বৃদ্ধি পেয়েছে। ঈদকে কেন্দ্র করে মানুষের যাতায়াত বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি না মানলে এ হার আরও বাড়তে পারে বলে মনে করছে, বিশেষজ্ঞরা।
করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা লকডাউনের কথা না বললেও, এখনই সবাইকে সচেতন হতে হবে। দেশের প্রবেশ পথগুলোতে স্বাস্থ্য সর্তকতা বাড়াতে হবে বলে মত দেন তিনি।
চিকিৎসকরা জানান, সাধারণ জ্বর-সর্দি ভেবে বাসায় বসে না থেকে লক্ষণ মিললে পরীক্ষা করিয়ে চিকিৎসা নিতে হবে।
করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মনে করেন তারা।