করোনায় আক্রান্ত মার্কিনিদের দেশে ফিরতে না দেওয়ার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত মার্কিন নাগরিকদের দেশে ফিরতে না দেওয়ার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে।
এতে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ,যুক্তরাষ্ট্রের এমন কোনও নাগরিক এবং দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া কোনও ব্যক্তিকে দেশে ফিরতে না দেওয়ার কথা বলা হয়েছে। করোনা সন্দেহভাজন হলেই এ ব্যবস্থা কার্যকর হবে। তবে এটি এখনও চূড়ান্ত নয়। প্রস্তাবটিতে আরও পরিবর্তন আসতে পারে। এদিকে আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। এক রেডিও অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে তার নিজের প্রশাসন হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এতো দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনো বলেননি।