করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন ট্রাম্প
- আপডেট সময় : ১২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউজের বাইরে তিনটি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট দাবি করেন, তিনি করোনা থেকে মুক্ত। এদিকে, এখন পর্যন্ত সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডায় যাচ্ছেন। এরপর নির্বাচনী প্রচারণা চালাবেন আরও দুটি ঝুলন্ত অঙ্গরাজ্য আইওয়া ও পেনসিলভেনিয়ায়। ট্রাম্পের ভ্রমণ পরিকল্পনার এই তিনটি অঙ্গরাজ্যসহ ব্যাটল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত দশটি অঙ্গরাজ্যের মধ্যে জরিপে নয়টিতেই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। এদিকে, ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যেই সুপ্রিম কোর্টে ট্রাম্পের মনোনীত বিচারক অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ শুনানি সোমবার সিনেটে শুরু হচ্ছে। অপর দিকে, ডাক্তার ফাউসির বক্তব্য ব্যবহার করে ট্রাম্পের যে নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করা হয়েছে তার বিরোধিতা করেছেন ফাউসি।