করোনায় আক্রান্ত হয়েছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

- আপডেট সময় : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কোভিড ১৯ এর টেস্ট পজেটিভ এসেছে বলে বৃহস্পতিবার রাতে নিজের টুইট বার্তায় তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট
ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের করোনা শনাক্তের পর নিজেদের করোনা পজেটিভ নিয়ে টুইট করেন ট্রাম্প। এ সপ্তাহের শুরুতে ওহাইওতে এক টেলিভিশন বিতর্কে অংশ নেয়ার সময় ট্রাম্পের সঙ্গে একই বিমানে যাত্রা করেছিলেন ৩১ বছর বয়সী হোপ হিকস। মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্সিয়াল জেট থেকে নামার সময় হোপ হিকসকে মাস্ক ছাড়াই বিমান থেকে নামতে দেখা যায়। এমনকি বুধবারও মিনেসোটায় এক রেলিতে হেলিকপ্টারে ট্রাম্পের কাছাকাছি বসেছিলেন তিনি। বর্তমানে ট্রাম্পের বয়স ৭৪, যেটি কোভিড হাই রিস্ক গ্রুপে পড়ে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ লক্ষ মার্কিনবাসী, মৃত্যু হয়েছে দুই লাখ মানুষের।