করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০১:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আপাতত বাড়িতেই রয়েছেন।মৃদু জ্বর থাকায় স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাকে ওয়াশিংটনের সামরিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজ জানিয়েছে, মৃদু জ্বর থাকায় আগামী কয়েকদিনের তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় ট্রাম্পকে।নিজেই হেঁটে হোয়াইট হাউসের লনে অপেক্ষমান প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়েন ট্রাম্প। তবে বরাবর মাস্কবিরোধী হলেও এ দিন মাস্ক পরেই হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প। হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন ট্রাম্প। এসময় তিনি কোন কথা বলেননি। তবে হাসপাতালে যাওয়ার আগে এক ভিডিওতে তাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমাকে অভুতপূর্ব সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি আমি খুব ভালো আছি। ফার্স্ট লেডিও যথেষ্ট ভালো আছেন।’