করোনায় আরো ১৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ২৮ হাজার ২০৯। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯ হাজার ৬১৪ জনের।
এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ১৬ লাখ ৭৪ হাজার ২৩০। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।