করোনায় উন্নত দেশের চেয়ে বাংলাদেশের প্রস্তুতি ভাল বলেই এখনো মৃত্যুহার অনেক কম :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের প্রস্তুতি ভাল বলেই এখনো মৃত্যুহার অনেক কম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে আড়াইশো শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই মহামারি কবে শেষ হবে তা কারো জানা নেই। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। করোনা আক্রান্তদের চিকিৎসা নিয়ে শুরুতে সংকট থাকলেও ধীরে ধীরে তা কেটে যাচ্ছে। অক্সিজেনসহ চিকিৎসা সামগ্রীর অপর্যাপ্ততা নিয়ে এখনো যতটুকু ঘাটতি রয়েছে, সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণে অচিরেই তা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।