করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবার পাচ্ছে আর্থিক সহায়তা
- আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক নাগরিকের জন্য করোনার টিকা নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর । বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করলেও দুর্যোগে জনগনের পাশে দাঁড়ায় না, কেবল আওয়ামী লীগই জনগণের সেবাকে কর্তব্য মনে করে। করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৬ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টাকা তুলতে সুবিধাভোগীদের বাড়তি কোন অর্থ খরচ করতে হবে না। আগামী তিন দিনের মধ্যে নগদ, বিকাশ, রকেট এবং শিউরক্যাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইলে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যাবে।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহামারিতে ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, রিকশা ও ভ্যানচালক, মোটরশ্রমিকসহ কর্মহীন বিভিন্ন পেশার ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে কোন সংকট বা দুর্যোগে জনগনের পাশে দাঁড়ায় আর অন্য রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের চক্রান্ত করে। মাস্কপরাসহ অন্যান্য স্বাস্থ্য নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, যত টাকাই লাগুক, প্রত্যেকের জন্য করোনার টিকা নিশ্চিত করা হবে।
এই সংকটকালে অসহায়দের সহায়তায় বিত্তবানদেরকে এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।