করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৪ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরও ৪ হাজার ৭৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। মোট সুস্থ ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৪ হাজার ১৭৫ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন আগামী ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ দেয়া হবে না।