করোনায় গেল ২৪ ঘন্টায় মৃত্যু ১০ জনের : আক্রান্ত ৬ হাজার ৬’শ ৭৬ জন
- আপডেট সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনায় গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬’শ ৭৬ জন। আগামী দেড় মাসের মধ্যে হাসপাতালগুলোতে রোগী ভর্তির কোনো জায়গা থাকবে না বলে আশংকা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাজধানীতে আক্রান্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রনের শিকার। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬’শ ৭৬ জন। আর মারা গেছে ১০ জন।
এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ের নিজ কার্যালয়ে করোনা সচেতনতা নিয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, রাজধানীতে আক্রান্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রনের শিকার। এখন থেকে ৫০ বছর বয়সীরা বুষ্টার ডোজ দিতে পারবেন বলেও জানান মন্ত্রী।
এদিকে, বিকেলে এক ভার্চুয়ালি বৈঠকে সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সব অনুষ্ঠান বন্ধের অনুরোধ জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
টিকা দেয়ার পাশাপাশি সরকারি ১১ দফা নির্দেশনা মেনে চলতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর।