করোনায় জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদ উপহার দিচ্ছে :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনার করাল গ্রাসে বিপর্যস্ত জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার দিচ্ছে। আর এতে জনগণের প্রত্যাশার সাথে চরম পরিহাস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, করোনা নিয়ে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতি কোনভাবেই কাম্য নয়।
সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ত্রান কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরনে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে উল্লেখ করে তিনি বলেন, যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে।
আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, ত্রান সাহায্য নিয়ে অসহায় মানুষদের দাঁড়াবে জনগনের এমন প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়েছে বিএনপি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন,
ভিডিও বার্তায় শুধু সরকারের সমালোচনা নয়, করোনার এই সময়ে মানবিক হয়ে মানুষের পাশে থাকতে বিরোধী দল ও মতের প্রতি আহবান জানান আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ।