করোনায় ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ ছাত্রদলের
- আপডেট সময় : ০৮:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা মহাদুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি বলে ক্ষোভ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান এ অভিযোগ করেন। টানা তিনমাস ধরে শিক্ষার্থীরা অর্থসংকটে দিন অতিবাহিত করলেও তাদের সহায়তায় কোন পদক্ষেপ না নিয়ে সরকারি ত্রাণ তহবিলে ঢাবি কর্তৃপক্ষের ১ লাখ ৩৬ হাজার টাকা দান করার তীব্র সমালোচনা করেন সংগঠনের নেতারা। এসময় সংগঠনের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে উড়াল মেট্রোরেল নির্মাণে প্রতিষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য হুমকির মুখে পড়বে। মেট্রোরেলের জন্য ভূগর্ভস্থ বিকল্প লাইনের দাবি জানান তিনি। এছাড়া অনলাইনে ক্লাশের বিষয়ে শিক্ষার্থীদের অনলাইন সরঞ্জাম কিনতে প্রণোদনা দেয়ার দাবি জানান সংগঠনের নেতারা।