করোনায় তৈরী ও বিক্রি বন্ধ হয়ে গেছে জামালপুর ব্র্যান্ডিং নকশী কাঁথা
- আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দেশের করোনা পরিস্থিতির কারণে তৈরী ও বিক্রি বন্ধ হয়ে গেছে জামালপুর জেলা ব্র্যান্ডিং নকশী কাঁথা। এতে কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পে জড়িত ২ লাখ কর্মী। ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ২০ হাজার নারী-পুরুষ উদ্যোক্তা। তবে জেলা প্রশাসন সামাজিক দূরত্ব রেখে কাজ করার ও অনলাইনে পণ্য বিক্রির পরামর্শের পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন।
সুই-সুতায় নারীদের নিপুন হাতে তৈরী জামালপুরের নকশী কাঁথা, বেড কভার, থ্রি-পিছ, পাঞ্জাবী, ফতোয়াসহ নানা পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে স্থান করে নিয়েছে। এজন্য জেলার ব্র্যন্ডিং হিসেবে স্থান পেয়েছে হস্তশিল্প। এই শিল্পের সাথে ২০ হাজার নারী-পুরুষ উদ্যোক্তা; আর কাজ করছেন ২ লাখ গ্রামীণ নারী কর্মী।
উদ্যোক্তারা নববর্ষ ও ঈদকে সামনে রেখে কোটি কোটি টাকা পণ্য তৈরী করেন। করোনা পরিস্থিতি আর লকডাউনের কারণে এসব পণ্য বিক্রি না হয়নি। পাশাপাশি কারখানা বন্ধ করে দেয়ায় কর্মহীন হয়ে পড়েছে লাখো কর্মী। মজুরী না পেয়ে অভাব-অনটনে দিন পার করলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের।
হস্তশিল্প উদ্যোক্তারা বলছেন, করোনার কারণে তাদের তৈরী পণ্য বিক্রি করতে না পারায় কাজ বন্ধ রয়েছে। এতে ব্যাপক লোকসান গুণতে হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে সূদমূক্ত ঋন ও কর্মীদের খাদ্য সহায়তার চান তারা।
ভিডিও কলের মাধ্যমে জেলা প্রসাশক বাড়িতে বসে সামাজিক দুরত্ব বাজায় রেখে কাজ করার পাশাপাশি অনলাইনে পণ্য অর্ডার ও বিক্রির পরামর্শ দিয়েছেন।
জামালপুরের নকশী সূচী শিল্পীদের পাশে দাঁড়াবে সরকার এমনটি প্রত্যাশা সকলের।