করোনায় থমকে গেছে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়
- আপডেট সময় : ০৪:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনায় থমকে গেছে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়। ২০১৯-২০ অর্থবছরের শেষ সময়েও লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ২৫ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে দেশের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি। কাস্টস কর্মকর্তাদের মতে, আমদানী রপ্তানী কমে যাওয়ার কারণে হঠাৎ করেই ধস নেমেছে রাজস্ব আদায়ে। আর ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে বাণিজ্যিক কানেক্টিভিটিতে এসেছে পরিবর্তন। এই দু:সময়ে সরকার এগিয়ে না এলে সামনে আরো বড় ধ্স নামবে।
চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৬৩ হাজার ১৬৮ কোটি টাকা। নির্ধারিত সময়ের মাত্র ১৫ দিন আগ পর্যন্ত আদায় হয়েছে ৩৭ হাজার কোটি টাকার কিছু বেশি। আগামী দিনগুলোতে সর্বোচ্চ আদায় হলেও তার আকার হবে ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি। লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি থাকবে ২৩ হাজার কোটি টাকার বেশি।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, শেষ তিনমাসে করোনার কারণে আমদানী রপ্তানীতে ব্যাপক ধ্স, উচ্চ শুল্কের অনেক পণ্য ছাড় না করানো এবং বন্দরে জট কমাতে সরকারি সিদ্ধান্তে বেশ কিছুক্ষেত্রে ছাড় দেয়ার কারণে লক্ষ্যমাত্রার ধারের কাছেও পৌছতে পারেনি প্রতিষ্ঠানটি।
গেল ১০ বছরের পরিসংখ্যনে দেখা গেছে, রাজস্ব আদায়ে সবসময় ১০ থেকে ১২ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী নেতারা বলছেন, গেল তিন মাসের বাস্তবতা বিবেচনায় নিয়ে শুল্ক আদায়ের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে সরকারকে।
অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটের আকার বলে দেয়, এ বছরেও বড় ধরনের টার্গেট দেয়া হবে চট্রগ্রাম কাস্টম হাউজকে। সরকার আর এনবিআরের সমন্বিত উদ্যোগ না হলে এবারের মতো আগামীতেও ব্যর্থ হবে কাস্টমস।
কাস্টমসকে গতানুগতিক রাজস্ব আদায়ের ধারা থেকে বেরিয়ে নতুন কর্মপরিকল্পনা নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের।