করোনায় দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনায় দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটিতে ৮৪১ জনের মৃত্যু ও ৩ লাখ ১২ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয় করোনা।
দৈনিক সংক্রমণে এগিয়ে ফ্রান্স। একদিনে ৩ লাখ ৮৯ হাজারের ওপর সংক্রমিত শনাক্ত হয়েছে দেশটিতে। বিশ্বজুড়ে আরও প্রায় ২৮ লাখ মানুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মহামারিতে একদিনে মৃত্যু হয়েছে সাড়ে ৬ হাজারের কাছাকাছি। ভারতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজারের ওপর। এদিকে, নিউজিল্যান্ডে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তারের জেরে নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এক বিবৃতিতে দেশটিতে নতুন কড়কড়ির ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাধ্যতামূলক মাস্ক পরা ও জনসমাগম সীমিত রাখতে সরকারের সিদ্ধান্তের কথা।