করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৫১৬ বার পড়া হয়েছে
করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর একদিনে আর কখনই এর চেয়ে বেশি রোগী পাওয়া যায়নি। করোনা সর্বনাশা রূপ নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার ভারতেই সংক্রমণ ধরা পড়েছে ৭৮ হাজার ৫২৪ জনের। এর পর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।দেশ দুটিতে ২৪ ঘণ্টায় যথাক্রমে ৪১ হাজার ৯০৬ এবং ৩৮ হাজার ৯০৪ জনের মহামারী শনাক্ত হয়েছে।বিশ্বে এর আগে ২ অক্টোবর একদিনে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসে আরও ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।