করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ।এ নিয়ে প্রাণহানির সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। একদিনে ২০ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ১৫ লাখ ৭০ হাজারের বেশি। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। আর মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন।সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন।আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৭১৩ জন। এর আগে যুক্তরাষ্ট্রে সোমবার মৃত্যু হয়েছিল ৭৫৯ জনের; আগের দিন মৃত্যু হয়েছিল ৮২০ জনের।