করোনায় শেষ আট দিনে বিশ্ব থেকে চিরতরে হারিয়ে গেল অর্ধলক্ষ মানুষ
- আপডেট সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস আক্রমণের শেষ আট দিনে আরও অর্ধলক্ষ মানুষ বিশ্ব থেকে চিরতরে হারিয়ে গেল। এর আগের ৫০ হাজারের মৃত্যুতে লেগেছিল সাত দিন। জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য বলছে, বিশ্বে কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার।
এই মৃত্যুর এক-চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর মতো আক্রান্তের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ১২ লাখ। চীনে প্রাদুর্ভাবের ৯০ দিন পর ১০ এপ্রিল কোভিড-১৯ মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল। তার আট দিন পর ৫০ হাজার মানুষের মৃত্যু বেড়ে এই সংখ্যা দেড় লাখে ওঠে। তার পরের ৫০ হাজারের মৃত্যু ঘটতে সময় লাগে সাত দিন। বিশ্বজুড়ে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪৯ হাজার জন। আর সুস্থ হয়েছেন সাড়ে ১২ লাখ।