করোনায় সরকারি নির্দেশনা মানাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত
- আপডেট সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনায় সরকারি নির্দেশনা মানাতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ময়মনসিংহ, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও চাঁদপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অহেতুক ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।
ময়মনসিংহের ভালুকায় সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৭ দোকানিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ২৪ ঘণ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে ৪০টি মামলা হয়েছে। এসময় বেশ কয়েকজনকে ৩৬ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
গোপালগঞ্জে সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সময়ের বাইরে দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫০ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরে অযথা বাসাবাড়ি থেকে বের হওয়া, গণজমায়েত করা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ৫৩ জনকে ৪০ হাজার ৫শ’ ৯০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।