করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মহামারি করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৫০ জনে। এছাড়া একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনা রোগী।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ শতাংশ এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।