করোনা আতঙ্কের মধ্যেই খুলনায় বাড়ছে মশার প্রাদুর্ভাব

- আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কের মধ্যেই খুলনায় বাড়ছে মশার প্রাদুর্ভাব। ফলে করোনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুন গুনিয়া আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। জলাবদ্ধতা প্রকল্পের কারণে খালের মুখ ও পানি চলাচল বন্ধ থাকায়, মশা বাড়ছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। মশক নিধনে কেসিসির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর।তবে সিটি মেয়রের দাবি, এবারও খুলনায় মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কম থাকবে।
কয়েক মাস ধরে খুলনা মহানগরীতে মশার উপদ্রব বেড়েই চলেছে। তাই ঘরের বাইরে করোনা আতঙ্গ আর ঘরে মশার উপদ্রব-এই নিয়েই কাটছে নগরবাসীর বর্তমান সময়। মশার কামড়ে ডেঙ্গু আর চিকুন গুনিয়ায় আশঙ্কায় রয়েছেন তারা। মশা দমনে ব্যক্তিতভাবে ব্যবহার বেড়েছে কয়েল বা স্প্রে ব্যবহার। কিন্তু এতে কোনো প্রতিকার মিলছে না। মশক নিধনে কেসিসির কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ নগরবাসীর।
নাগরিক সংগঠনগুলোর অভিযোগ, ড্রেন অপরিষ্কার রাখা, মশার উপত্তি স্থলে সঠিকভাবে ওষুধ ব্যবহার না করা এবং নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণেই নগরীতে মশার উপদ্রব বাড়ছে। সিভিল সার্জনের আশঙ্কা এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। এজন্য এখন থেকেই জেলা ও মহানগরের হাসপাতালগুলোতে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার কিট রাখা ও পরীক্ষা চালু করা দরকার।
পরিকল্পনা মাফিক কাজের মাধ্যমে এবারও নগরীতে মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কম রাখার আশাবাদ জানান সিটি কর্পোরেশনের মেয়র। তবে নগরবাসীর সহযোগিতা ছাড়া মশা নিয়ন্ত্রন সম্ভব নয় বলেও জানান তালুকদার আবদুল খালেক।