করোনা উদ্বেগের মধ্যেই সারাদেশে সীমিত পরিসরে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপুজা
- আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা উদ্বেগের মধ্যেই সারাদেশে সীমিত পরিসরে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপুজা। একই কারণে এবার দেশে পূঁজামণ্ডপের সংখ্যাও কম। সরকারি নির্দেশনা ও পূঁজা উদযাপন পরিষদের নীতিমালা মেনে চলছে আয়োজন। স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পুজার আয়োজন হচ্ছে বলে জানান পূজারীরা।
করোনার কারণে এবার থাকছে না, পূঁজাকে ঘিরে উৎসবের চিরচেনা আমেজ। সিলেটে প্রতিমার আকার এবং পারিশ্রমিকেও এসেছে পরিবর্তন।
প্রশাসনের নীতিমালা মেনেই প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানায়, আয়োজকরা।
পুলিশের মোবাইল ও পেট্রোলিং টিমের পাশাপাশি, গঠন করা হয়েছে ইমার্জেন্সি সার্ভিস ইউনিট।
এদিকে, কুষ্টিয়ায় উৎসবের পরিবর্তে ধর্মীয় ভাব-গাম্ভির্যকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানায়, পূঁজা উদযান কমিটি।
করোনার সংক্রমণ এড়াতে এবার ফেনীতে মেলা, শোভাযাত্রা, আরতি এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে না। প্রতিটি মন্দিরে থাকবে হ্যান্ড স্যানিটাইজার, সাবান-পানির ব্যবস্থা। মাস্কও বিতরণ করা হবে বলে জানিয়েছে, জেলা পূঁজা উদযাপন পরিষদ।
মাগুরায় এবার পূঁজার থিমে করোনা প্রতিরোধে সচেতনতার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
বৃহস্পতিবার দেবী দুর্গা বোধনের মাধ্যমে পূঁজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর, রোববারে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। দুর্গতিনাশিনীর আগমনে করোনা বিনাশ হবে বলে আশা করছে, ভক্তরা।