করোনা উপসর্গে খুলনায় দুই নারীসহ ৮ জেলায় ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে খুলনায় দুই নারীসহ ৮ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারী মারা গেছেন। তারা দু’জনই দীর্ঘদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন।মৃতরা হলেন খুলনার খালিশপুর এলাকার আঃ রব মোল্লার স্ত্রী রোকেয়া ও যশোর বেনাপোল মোসারফ এর স্ত্রী শাহারান ।
ময়মনসিংহের ফুলপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে সাদিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলো রাত ১১ টার দিকে ময়মনসিংহের এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, করোনার উপসর্গসহ শুক্রবার সকালে সাদিকুর রহমানকে এস.কে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হাসেন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জ লিরপাড় বা নিয়ারচর গ্রামে করোনার উপসর্গ নিয়ে রিপন বৈদ্য ওরফে নিপু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সানুর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গেলো রাত সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ইমারজেন্সী বিভাগে তার মৃত্যু হয়। তার বাড়ি কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলীয়া এলাকার বকসীটিলা গ্রামে।
স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার দেবীদ্বারের ইষ্টগ্রামে করোনায় উপসর্গ নিয়ে মৃত বিল্লাল হোসাইনের মরদেহ দাফন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন টিম’ এর সদস্যরা।
এদিকে, সিরাজগঞ্জের তাড়াশে আব্দুল করিম ও উল্লাপাড়ায় নুর মোহাম্মদ নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।