করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ জেলায় ৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় ফেনী, ঢাকার ধামরাই, গাইবান্ধা ও মৌলভীবাজারসহ ৭ জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে।
ফেনীর দাগনভূঞায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।
ঢাকার ধামরাইয়ে ষাটোর্ধ আরও এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে। সে উপজেলার ছোট চন্দ্রাইল এলাকার বাসিন্দা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা উপসর্গে সুমন মোহন্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে দরবস্ত ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের আনন্দ মোহন্তের ছেলে। সিলেটের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা সুমন ক’দিন আগে নিজ বাড়িতে আসে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজারে করোনা উপসর্গে ডাক্তার দেখাতে গিয়ে ওই ডাক্তারের চেম্বারেই শামীম আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই যুবক মারা যায়। সে দীর্ঘদিন ধরে শ্বাসকস্ট জনিত রোগে ভুগছিলেন।
মুন্সীগঞ্জে সোমবার রাতে করোনা উপর্সগ নিয়ে দু’জনরে মৃত্যু হয়ছে। পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার আব্দুল হান্নান মাদবর সন্ধ্যায় তিনি মারা যান। অন্যদিকে, গেল রাতে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়াবাসিন্দা আলহাজ মতিউর রহমান শিকদার নামে একজন মারা যান। তাকেও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা বাজার এলাকায় করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে চঞ্চল নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বাড়ী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।