করোনা উপসর্গ নিয়ে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনার উপসর্গ নিয়ে কুমিল্লায় ৮ জনসহ ৮ জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬জন। এদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ পুরুষও মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন।
ময়মনসিংহের ভালুকায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গেলো রাতে ময়মনসিংহের এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে খালিশপুর বঙ্গবাসী মোড়ের মৃত অলি মোহাম্মদের ছেলে জান মোহাম্মদ মারা গেছেন। তিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। খুমেকের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন, আরএমও ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে রাজন বিশ্বাস নামে এক যুবকের। সে অলটাইম কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিল। এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনা উপসর্গে মৃত্যু হলো ১৭ জনের।
মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকার সেলুন মালিক রঞ্জন কুমার শীল করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সদর হাসপাতালে মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আরএমও ডা.অখিল সরকার।
কুড়িগ্রামের চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে সফিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে নিজ বাড়িতে জ্বর, সর্দি ও শ্বাষকষ্ট নিয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে হারুন অর রশিদ নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার খাওখির গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।তিনি এক সপ্তাহ ধরে তিনি জ্বর, সর্দি ও কাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা উপসর্গ নিয়ে তাপস সাহা নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।