করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর, ময়মনসিংহ ও পাবনায় ৬ জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০৪:২১:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর, ময়মনসিংহ ও পাবনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরে করোনার উপসর্গ, জ্বর, সর্দি, স্বাসকষ্ট নিয়ে ১২ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে, আইসোলেশন ওয়ার্ডে মারা যান একই এলাকার মো: আব্দুর রাজ্জাক ও সকালে সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে মারা যান কল্যাণপুরের গৃহবধু লাকী বেগম। এছাড়া করোনার উপসর্গ নিয়ে গেলরাতে হাজিগঞ্জ উপজেলার বলিয়া গ্রামের মজিবুর রহমান ও একই এলাকার জাহাঙ্গীর হোসেন মারা যান। সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দোলা রুবেল জানান, মৃত ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাফেজ আলী আজগর নামে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার সাতেঙ্গা গ্রামের নিজ বাড়ীতে মারা যান তিনি। ভালুকা উপজেলা নির্বাহী কর্মর্তা মাসুদ কামাল জানান, নিহত আলী আজগর টঙ্গীর একটি মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি সর্দি, জ্বর ও কাশি নিয়ে গ্রামের বাড়ীতে আসেন।মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি । খবর পেয়ে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গে চিকিৎসাধীন একজন মারা গেছেন। গত ১ জুন করোনা করোনার উপসর্গ সর্দি, জ্বর ও কাশি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন সুজানগর উপজেরার ৬৫ বছর বয়সী সুমন হোসেন । গেল রাতে মারা যান তিনি ।