করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর ও মানিকগঞ্জে দু’জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর ও মানিকগঞ্জে দু’জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদরের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভোরে মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদউল্লাহ জানান, করোনা উপসর্গ নিয়ে রোববার হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার আগেই তিনি মারা গেলেন। করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
এদিকে, মাদারীপুরের শিবচরে করোনার উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার সিনহা খসরুর মৃত্যু হয়েছে। জ্বর নিয়ে ২০ মে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে ব্যবস্থাপত্র দিয়ে বাসায় পাঠানো হয় এবং ২৩ মে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এরপর প্রচন্ড শ্বাসকষ্ট হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই রাতে তার মৃত্যু হয়। তার স্ত্রীরও শ্বাসকষ্ট এবং ২ ছেলের জ্বর অনুভব হওয়ায় তাদেরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা ও টঙ্গীতে লেখাপড়া করা ২ ছেলে সম্প্রতি শিবচরের বাসায় আসলে তাদের হোম কোয়ারেন্টাইনে না রেখে একসাথেই রাখা হয়। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ছেলেদের কাছ থেকে সংক্রমিত হতে পারে পরিবারটি। সিনহা খসরু দিনাজপুরের ঘোড়াঘাটের বড়বোলী এলাকার আমির খসরুর ছেলে।