করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা, মৌলভীবাজার ও ময়মনসিংহে ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা, মৌলভীবাজার ও ময়মনসিংহে ৫জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গেলো গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, জেলার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের সৈয়দ আলী গাজির স্ত্রী রাশিদা বেগম ও তালা উপজেলার সেনেরগাতি গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে আবু বক্কার সরদার। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত কয়েক দিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তারা চিকিৎসাধীন ছিলেন।
জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের রাজনগরে দুইজনের মৃত্যু হয়েছে। রাজনগর সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়া গতকাল বিকাল ৩টায় নিজ বাড়িতে মারা যান। অন্যদিকে, একই উপজেলার একই ইউনিয়নের হরিনাচং গ্রামের জামিল মিয়া গতকাল সন্ধা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।
এদিকে, ময়মনসিংহে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলো রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতব্যক্তি গত ১ সেপ্টেম্বর থেকে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।