করোনা উপসর্গ নিয়ে ৪ জেলায় ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪ জনসহ ৪ জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। মৃতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন আইসিইউ এবং বাকি তিনজন আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, চারজনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বর,সর্দি-কাশিসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন । কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ডাক্তার দেখাতে গিয়ে গেলো রাত ৮টার দিকে ওই ব্যক্তি স্থানীয় বাজারেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান। ৫২ বছর বয়সী আতিকুর রহমান ইউনিসেফের একটি প্রকল্পে চাকরি করতেন। তার বাড়ী কিশোরগঞ্জ।
এদিকে, ময়মনসিংহের ভালুকায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টের মত করোনার উপসর্গ নিয়ে মজিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে নিজ বাড়ীতে মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য শাহানাজ পারভীন জানান, নিহত মজিবুর রহমান ডায়াবেটিসের রোগী ছিলেন। বেশকিছু দিন ধরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে, কুড়িগ্রামের চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু।