করোনা উপসর্গ নিয়ে ৪ জেলায় ৪ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ, মৌলভীবাজার, ঝালকাঠি ও সাতক্ষীরায় ৪ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গেলরাতে শহরের চাকলাপাড়ার মসলেম শেখের ছেলে সামছুল আলী করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে শহরের পোস্ট অফিস মোড়ের আলী গার্মেন্টসের মালিক।
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে আমীনউল্লাহ তালুকদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুফিয়ান আহমদ জানান, আমিনউল্লাহ গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ্বর, কাশি ও স্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। এ নিয়ে করোনা উপসর্গে জেলায় ৪৩ জনের মৃত্যু হলো।
ঝালকাঠির রাজাপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট জনিত রোগসহ করোনা উপসর্গ নিয়ে সুফিয়া বেগম নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা উপসর্গে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সকালে মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান।