করোনা উপসর্গ নিয়ে ৫ জেলায় ৮ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় ৪ জনসহ ময়মনসিংহ, ফেনী, দিনাজপুর ও মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনা উপসর্গে ৪ জন মারা গেছে। এরা হলেন- হারুনুর রশিদ, আলমগীর হোসেন, মোসলেম মিয়া ও তানভীর। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে ছানোয়ার উদ্দিন ওরফে ছনু ডাক্তার নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।
ফেনীর ফুলগাজীতে জ্বর কাশি শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে দিপুচন্দ্র শর্মা নামে একজনের মৃত্যু হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ভোরে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন ওই বৃদ্ধ। তবে চিকিৎসা না নিয়েই তিনি বাড়ী ফিরে গেলে গতরাতে তার মৃত্যু হয়।
মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় করোনা উপসর্গে সন্তোষ কর্মকার নামে এক বৃদ্ধ মারা গেছে। সদর হাসপাতালের আইসোলেশনে জর সর্দি ও শ্বাসকষ্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।