করোনা এবং বন্যায় দেশে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে : জি এম কাদের
- আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মহামারি করোনা এবং বন্যার কারণে দেশে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে। অনেক মানুষ বেকার হয়েছেন, অনেকেই চাকরি হারিয়েছেন। তাই দেশের এমন অর্থনৈতিক স্থবিরতায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা আছে। দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় চলতি সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান জি এম কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মানিকগঞ্জ জেলা নেতাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়্যারম্যান জি এম কাদের বলেন, মহামারি করোনা এবং বন্যার কারণে দেশে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে।
এমন অস্থিতিশীল পরিস্থিতিতে কোন অপশক্তি যেন ফায়দা লুটতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
মতবিনিময়ে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের সব সমস্যা সমাধানে রাজনৈতিক পরিবর্তনের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান নেতারা।