করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে
- আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে সকাল নয়টা থেকে বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
বগুড়ায় এবার ১২৩টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। বন্যার কারনে ১৪টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে ভোট নেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।
তবে করোনা ও বন্যার কারনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হবে। এ আসনে ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন। এবারের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সরে দাড়িয়েছেন। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান– নৌকা প্রতীক, জাতীয় পার্টির অধ্যক্ষ মোকছেদুল আলম– লাঙ্গল, প্রগতিশীল গণতান্ত্রিক দল- পিডিপির মোহাম্মদ রনি– বাঘ প্রতীক, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম– বটগাছ ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ– ট্রাক প্রতীক। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান গেল ১৮ জানুয়ারি মারা গেলে আসনটি শুন্য হয়।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টায় ৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। করোনা আক্রমণের ভয় উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায়। ভোট কেন্দ্র থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে দেখা গেলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
এদিকে করোনার অজুহাতে বিএনপি এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তবে মাঠে আছেন আওয়ামী লীগের প্রার্থী শাহিন চাকলাদার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুর কারণে গত ২৮ জানুয়ারি শুণ্য ঘোষণা করা হয় যশোর-৬ সংসদীয় আসনটি।