করোনা টেস্টে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি’র ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুপুরে এই রিমান্ডের আদেশ দেন। এদিন তেজগাঁও থানার মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য চার দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেন সাবরিনাকে। তবে সাবরিনার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
ভূয়া করোনা পরীক্ষার সনদ দেয়ায় অভিযুক্ত জেকিজে হাসপাতালের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীকে দুপুরের আগেই আদালতে হাজির করে চারদিনের রিমান্ড চায় তেজগাঁও থানা পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অপরদিকে অভিযুক্ত সাবরিনার আইনজীবী ওবায়দুল হক ও সাইফুল ইসলাম সুমন আসামীপক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাবরিনা চৌধুরী ভূয়া রিপোর্ট দেয়ার সাথে জড়িত ছিলেন না দাবি করে আসামীপক্ষের আইনজীবী জামিন চাইলে আদালত তা সরাসরি নাকচ করেছে বলেও জানান রাষ্ট্রপক্ষের কৌশুলী।
তবে আসামী পক্ষের আইনজীবীরা এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।
ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সাবরিনার স্বামী আরিফুলসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।